ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আশরাফুলের চার গোলে ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আশরাফুলের চার গোলে ভারতকে হারালো বাংলাদেশ

ঢাকা: আশরাফুল ইসলামের হ্যাট্টিকসহ চার গোলে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শুরুটা জয় দিয়েই করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের যুবাদের ৫-৪ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
 
শনিবার (২৪ সেপ্টেম্বর) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে খেলার চার মিনিটে দলকে ১-০ তে এগিয়ে দেন আশরাফুল। ২০ মিনিটে ম্যাচে ফেরে সফরকারী ভারত। ফরোয়ার্ড ধারমিন্দার সিংকে আরশাদ হোসেন বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ভারত। আর সেই পেনাল্টি কর্ণারের গোল থেকে দলকে ১-১ এ সমতায় ফেরান ধারমিন্দার।
 
২৫ মিনিটে উল্টো লিড নেয় ভারত। মাঝলাইন থেকে ধারমিন্দার সিংয়ের নেয়া পাওয়ার শট থেকে কনজেংবাম সিং বাংলাদেশের গোলরক্ষক ইয়াসিন আরাফতকে পরাস্ত করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
 
তবে তাদের এগিয়ে থাকাটা খুব সুখকর হয়নি। কেননা ৩০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল দ্বিতীয়বার বোর্ডে বল আছড়ে ফেললে ২-২ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
 
কিন্তু সমতায় থাকাটা ঠিক যেন মেনে নিতে পারছিলোনা লাল-সবুজের দল। সেই লক্ষ্যে বিরতির পর আবার জ্বলে উঠেন আশরাফুল। ৩৮ মিনিটে রাব্বির পুশ থেকে কোনাকুনি হিটে ভারতীয় গোলরক্ষক পঙ্কজ রজককে পরাস্ত করে তুলে নেন নিজের হ্যাট্টিক আর দলকে এগিয়ে দেন ৩-২ এ।
 
আশরাফুল দলকে এগিয়ে দিলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৯ মিনিটে ডানপ্রান্ত থেকে হারদিক সিংয়ের রিভার্স হিটে ৩-৩ এ সমতায় ফেরে ভারতের যুবারা।
 
এগিয়ে যাবার প্রতোযোগিতার এই ম্যাচে ভারতকে আবার পেছনে ফেলেন ফজলে হোসেন রাব্বি। ৫১ মিনিটে তার স্কয়ার পাসে ৪-৩ এ এগিয়ে যায় বাংলাদেশের যুবারা।
 
এরপর ভারতকে ৪-৪ এর সমতা এনে দেন দিলপ্রিত সিং। তবে হাল ছাড়েনি লাল-সবুজের যুবারা। ম্যাচ শেষের ৯ মিনিট আগে আশরাফুল চতুর্থবারের মত বোর্ডে বল ঠেলে দলকে ৫-৪ গোলের লিড এনে দিলে জয়ের আনন্দে মেতে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।
 
বাংলঅদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।