ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

‘সেঞ্চুরি সেঞ্চুরিই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
‘সেঞ্চুরি সেঞ্চুরিই’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তামিম ইকবালের ১১৮ রানের বিস্ফোরক ইনিংসে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ২৭৯ রানের এক সমৃদ্ধ সংগ্রহ পায় স্বাগতিক বাংলাদেশ।

এই রান টপকাতে গিয়েই ১৩৮ রানে অলআউট হয়েছে আফগানরা, যা দিন শেষে তাদের এনে দিয়েছে ১৪১ রানে হারের গ্লানি।

আর এর সুবাদেই ক্যারিয়ারের ‘লাকি সেভেন’ সেঞ্চুরির দেখা পেলেন এই টাইগার ওপেনার।    

আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করে তাই দারুণ আপ্লুত তামিম।

তামিম ইকবালের সবশেষ ওয়ানডে শতকটি এসেছিল গেল বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে তামিম খেলেছিলেন ১১৬ বলে ১১৬ রানের ম্যাচজয়ী ইনিংস।

তাই শনিবার (১ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন সেঞ্চুরিটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

জবাবে তামিম বললেন, ‘আমার জন্য প্রতিটি সেঞ্চুরিই বিশেষ কিছু। কার বিপক্ষে করছি সেটা কোন ব্যাপার না। সেঞ্চুরি সেঞ্চুরিই। আমি কোন সেঞ্চুরিকেই ছোট করে দেখি না। তবে আজকেরটা সিরিজ নির্ধারণী হওয়ায় একটি বিশেষ গুরুত্ব বহন করছে। ’

এদিন তামিম ইকবাল সেঞ্চুরি করলেও গেল দুই ওয়ানডের ধারাবাহিকতায় এই ম্যাচেও বাংলাদেশ দলের মিডল অর্ডারকে জ্বলে উঠতে দেখা যায়নি। সাকিব, মুশফিকদের নিষ্প্রভ ব্যাটিংয়ে ব্যাটিং ইনিংসের শেষ দশ ওভারে প্রত্যাশিত রানের দেখা পায়নি স্বাগতিকরা।

তবে এ বিষয়টিকে নিয়ে চিন্তার কোন কারণ দেখছেন না তামিম। কেননা সাকিব, মুশফিক সময়মতো ঠিকই জ্বলে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, ‘চিন্তার কিছু নেই। সাকিব মুশফিক বরাবরই ভাল খেলে। একটা দুইটা ম্যাচ এমন যেতেই পারে। তবে যখন দরকার হবে তখন ওরা ঠিকই পারফর্ম করবে। ’

এদিকে আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডেতে প্রথমবারের মত তিন নম্বরে ব্যাটিংয়ে নামলেন সাব্বির আহমেদ। নেমে দেখালেন চমকও। আফগান বোলারদের তুলোধুনো করে তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৬৫ রান। শুধু তাই নয়, তামিমের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এনে দিয়েছেন ১৪০ রানের সংগ্রহ। সংবাদ সম্মেলনে সতীর্থকে প্রশংসায় ভাসাতে এতটুকু কার্পণ্য করলেন না তামিম।     

‘দারুণ প্লেয়ার। ওর একটা সুযোগ ছিল ‍নিজেকে এখানে প্রমাণ করার। আগে ও সাতে ব্যাটিং করতো সেখান থেকে তিনে এসে ভাল করেছে। তাই আমি খুবই খুশি। যদি সামনের ম্যাচ গুলোতেও এখানে খেলে তাহলেও সে ভাল করবে বলে আমি বিশ্বাস করি। ’

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৬
এইচএল/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।