ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মাশরাফি ভক্ত মেহেদিকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
মাশরাফি ভক্ত মেহেদিকে ছেড়ে দিয়েছে পুলিশ

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে নিয়ম ভেঙে মাঠে প্রবেশকারী আটক মাশরাফি ‘ভক্ত’ মেহেদি হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব।

তিনি বলেন, তাকে আমরা মাঠে প্রবেশ করার পর থেকে জিজ্ঞাসাবাদ করেছি, বিসিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে খারাপ কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদে মেহেদি জানান, তিনি মাশরাফিকে খুব ভালো বাসেন। ম্যাচ চলাক‍ালে মাশরাফি ব্যাথা পেয়ে মাঠ ছেড়ে চলে যান। তার পরিবর্তে নাসির হোসেনকে মাঠে নামানো হয়। পরে মাশরাফি সুস্থ হয়ে আবার মাঠেেআসেন। মেহেদি আবেগ সামলাতে না পেরে দৌড়ে মাঠে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরে পেলেন। তবে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।

সহজ-সরল মনোভাব হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এনএ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।