ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত জয় ছবি:সংগৃহীত

ঢাকা: কাবাডি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। গ্রুপ পর্বের এ ম্যাচে অজিদের ৮০-৮ পয়েন্টে হারিয়ে এবারের আসরে সবচেয়ে বড় জয় তুলে নিল লাল-সবুজের দল।

ভারতের আহমেদামাদে অনুষ্ঠিত বিশ্বমঞ্চে পুল ‘এ’তে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নামে আরদুজ্জামানরা। তবে এ ম্যাচে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগই দেয়নি দলটি। ফলে বিরতির আগে ৩৬-২ পয়েন্টে এগিয়ে যায়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরে স্বাগতিক ভারতের বিপক্ষে হারলেও ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যায়।

আগামী ১৯ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে বাংলাদেশ। দ.কোরিয়া পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে। ভারত চার ম্যাচে তিন জয় ও একটি ম্যাচ হেরে দ্বিতীয় অবস্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।