ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো শেখ রাসেল স্কুল টেবিল টেনিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
শুরু হলো শেখ রাসেল স্কুল টেবিল টেনিস ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুভ উদ্বোধন ঘোষণা করা হলো শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬’র। বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়েই মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে প্রথমবারের মতো কোর্টে গড়ায় দেশের ৪১টি স্কুলের ২৬০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে চারদিনের টেবিল টেনিস টুর্নামেন্টটি।

  

রাজধানীর শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডঃ সাজ্জাদ হায়দার, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর-ইন-চার্জ ইসমত জামিল আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিনে তার স্মৃতিচারণ করেন। এরপর স্মরণীয় দিনটিতে টুর্নামেন্ট আয়োজন করায় তিনি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিডেটের চেয়ারম্যান সায়েম সোবহানকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘খেলাধুলায় বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। ক্রিকেট দিয়ে আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আমি আশা করবো শুধু ক্রিকেটেই নয়, স্কুল টেবিল টেনিস দিয়ে দেশের টেবিল টেনিসের যে দ্বার আজ উন্মোচিত হলো তা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গৌরব বয়ে আনবে। ’

বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ২১ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।