ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শিরোপা জিতলো বিকেএসপি ও নড়াইল বালিকা বিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
শিরোপা জিতলো বিকেএসপি ও নড়াইল বালিকা বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
 
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছেলেদের দলগত বিভাগের ফাইনালে বান্দরবন কোয়ান্টাম কসমো স্কুলকে ৩-০ সেটে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বিকেএসপির ছেলেরা।



 
দিনের অন্য ফাইনালে মেয়েদের দলগত বিভাগে সমান সেট ব্যবধানে রাজশাহী মডেল বালিকা বিদ্যালয়কে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
 
শুক্রবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

আরও পড়ুন...
* আঁধার জয়ী তারুণ্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।