ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বগুড়ায় ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বগুড়ায় ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী ধন্বন্তরী ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

 
শুক্রবার (২১অক্টোবর) বিকেলে স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক লীগের নুনগোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইউপি সদস্য বেলাল হোসেন।
 
এ সময় নজরুল ইসলাম মিন্টু, জামাল মাস্টার, রফিকুল ইসলাম, মিস্টার হোসেন, আলম মিয়া, শাহজাহান মিয়া, রুবেল হোসেন, সোহেল রানাসহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
খেলায় চাঁদমুহা সরলপুর দক্ষিণপাড়া টাইগার ক্লাব ২-০ গোলে হাজরাদিঘী জুমাপাড়া ক্লাবকে পরাজিত করে। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।