ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আন্তঃশাহীন হকি টুর্নামেন্টে চট্টগ্রামের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আন্তঃশাহীন হকি টুর্নামেন্টে চট্টগ্রামের বড় জয়

ঢাকা: বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্ট-২০১৬’। চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিএএফ শাহীন কলেজ, যশোর ২-২ গোলে ড্র করে বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর, সিলেটের বিপক্ষে। বিকেল ৩টায় বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম ৯-১ গোলের বড় ব্যবধানে হারায় বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর টাংগাইলকে। দিনের অপর ম্যাচে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস্) ২-২ গোলে ড্র করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকার বিপক্ষে।  

উল্লেখ্য, এবারের দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্টে-২০১৬’তে দেশের সাতটি বিএএফ শাহীন কলেজ অংশগ্রহণ করছে। দলগুলো হলো বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা, বিএএফ শাহীন কলেজ যশোর, বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর টাংগাইল, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর সিলেট, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস্) ও বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।