ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বগুড়ায় শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বগুড়ায় শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

এছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, ক্রীড়া কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।