ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ঝিনাইদহে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাঁতারু নাজিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঝিনাইদহে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাঁতারু নাজিম

ঝিনাইদহ: শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় সাঁতারু দলের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন ঝিনাইদহের কৃতি সন্তান নাজিম উদ্দিন জুলিয়াস।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে ঝিনাইদহে ফেরেন তিনি।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ১৮ থেকে ২৩ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপের সাঁতার প্রতিযোগিতায় ১১ সদস্য বিশিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন তিনি।

সার্কভুক্ত দেশগুলোর এ প্রতিযোগিতায় সাঁতারে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

নাজিম উদ্দিন জুলিয়াস বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য। তিনি ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।