ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা বিভাগের আয়োজনে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে জেলা প্রশাসন।

খেলা শেষে জেলা প্রশাসক জাকির হোসেন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

বালক গ্রুপে বিজয়ী স্কুল হলো- নীলফামারী সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলটি ৪-১ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বালিকা গ্রুপে বিজয়ী স্কুল হলো- নীলফামারীর নতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলটি ৯-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সনাক সভাপতি সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বাংলানিউজকে জানান, জেলা পর্যায়ের টুর্নামেন্টে বালক দলে ছয়টি এবং বালিকা দলে ছয়টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।