ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

জন্মদিনে ভালোবাসায় সিক্ত রণজিত দাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জন্মদিনে ভালোবাসায় সিক্ত রণজিত দাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে কিংবদন্তি ক্রীড়াবিদ রণজিত দাসের ৮৬তম জন্মদিন। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর রিকাবিবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বেলুন উড়িয়ে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন এ ক্রীড়াবিদ।

মু. আনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন পর্ষদের সভাপতি সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রণজিত দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নর্থ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হাই শিবলী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সাবেক ফুটবলার আলী আশরাফ চৌধুরী, শহিদুল ইসলাম, ভানু দাস, ক্রীড়া সংগঠক বিরাজ মাধব চক্রবর্তী মানস, বিজিত চৌধুরী, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জন্মদিন উদযাপন পর্ষদের সদস্য সচিব আব্দুর রশিদ রেনু ও রণজিত দাসের মেয়ে রিমা দাস।

সন্ধ্যায় প্রদর্শন করা হয় রণজিত দাসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র 'আয়নাঘর'। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে কেক কেটে নিজের ৮৬ বর্ষে পর্দাপন উদযাপন করেন রণজিত দাস। এ সময় নৃত্য পরিবেশন করেন বিপুল শর্মা ও তার দল। জন্মদিন উপলক্ষে 'জ্যোতির মহোৎসবে' নামে স্মরণিকা প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনইউ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।