ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

চীন গেল অনূর্ধ্ব-১৪ দাবা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
চীন গেল অনূর্ধ্ব-১৪ দাবা দল

ঢাকা: চীনের জিয়াঝিং শহরে আগামী ০৬ নভেম্বর হতে অনুষ্ঠেয় এশিয়ান নেশনস কাপ অনূর্ধ্ব-১৪ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬’তে বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ দল অংশ নেবে।

সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল শুক্রবার (০৪ নভেম্বর) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বাংলাদেশ দলে রয়েছেন হেড অব ডেলিগেট ও অধিনায়ক ন্যাশনাল ইন্সট্রেক্টর মাহমুদা হক চৌধুরী মলি, পাঁচ খেলোয়াড় নাঈম হক, অমিত বিক্রম রায়, নোশিন আঞ্জুম, সাদনান হাসান দিহান ও দানিয়েল মুরাদ এবং নিজ খরচে দলের সফরসঙ্গী অভিভাবক এ কে এম হাসান জামান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে দলগত এ দাবা ইভেন্টের খেলা আগামী ০৬ হতে ১১ জানুয়ারী চীনের জিয়াঝিং শহরে অনুষ্ঠিত হবে এবং এশিয়ার বিভিন্ন দেশের অনূর্ধ্ব-১৪ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।