বিকেল ৪টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুন মিন্টু, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তন্দ্রা চাকমা ও ক্রীড়া সংগঠক প্রিয় চাকমা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া ক্ষেত্রে রাঙামাটির হারানো গৌরব ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হবে। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য জেলা পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় আটটি বিদ্যালয়ের ২শ’ জন শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে সকালে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/