ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুর্মিটোলা থেকে: বিশ্বের ২২টি দেশের ১৩৪ জন গলফারদের নিয়ে গত ১ ফেব্রুয়ারি কুর্মিটোলার সবুজে কোর্সে গড়িয়েছিল ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’। চারদিনের আন্তর্জাতিক এই টুর্নামেন্টের এরই মধ্যে পেরিয়ে গেছে তিনটি দিন। শনিবার (৪ ফেব্রয়ারি) সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ রাউন্ড বা সমাপনী দিনের খেলা।
সমাপনী দিন সকাল ৮ টায় টি অফ করেছেন যুক্তরাষ্ট্রের মিকা লরেন শিন, কোরিয়ার চ্যান উ কিম ও সুইডেনের অস্কার জেটারওয়াল।
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের তৃতীয় দিন শেষে পারের চাইতে ১৩ শট কম খেলে লিডার বোর্ডের শীর্ষে আছেন থাই গলফার জ্যাজ জেনওয়াটানান্দ, নয় শট কমে দ্বিতীয়স্থানে ভারতের শুভংকর শর্মা ও পারের চাইতে ৮ শট কম খেলে তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।