বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিএসএফের ডেপুটি কমান্ডার শ্রী হরিনদার সিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশে আসে।
তারা চেকপোস্ট দিয়ে নোম্যান্সল্যান্ডে এলে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
বিজিবি জানায়, সীমান্ত সম্মেলন উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে ন্যাশনাল ইনডোর স্টেডিয়ামে বিএসএফ ও বিজিবির মধ্যে প্রীতি বাস্কেট বল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই দিন সেখানে দু’দেশের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) উপস্থিত থাকবেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজেডএইচ/আরবি/এসআই