ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

হংকং ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
হংকং ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন .

রাত পোহালেই পর্দা উঠছে চতুর্থ রোল বল বিশ্বকাপ। শক্তিশালী দল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গুলিস্তানস্থ শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বাংলাদেশ পুরুষ দলের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে।

এর আগে এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। পরদিন বাংলাদেশ নারী দলের মিশন শুরু নেপালের বিপক্ষে।

নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বের ৪০ দল অংশ নিবে এই আসরে। ছয়দিন ব্যাপী চলবে টুর্নামেন্ট। ২৩ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও মহিলা দল সহ মোট ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'স্বাগতিক দেশ হিসেবে আগের চোয়ে ভালো করবার চেষ্টা করবো। দেড় মাস থেকে প্রাকটিসের মধ্যে আছে ছেলেমেয়েরা। এর মাঝে ভারত ও নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। জয়ও পেয়েছে। আমরা পূর্ণ প্রস্তুত। '

মিরপুর আউডডোর স্টেডিয়াম, গুলিস্তানস্থ হ্যান্ডবল স্টেডিয়াম ও পাশেই বহুল ব্যয়ে নব্য নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম এই তিনটি ভেন্যুতে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পুরুষ ও নারী দলসহ মোট ৪০ টি দেশ এই আসরে অংশ নিচ্ছে। যেখানে নারী দল ২৭ টি ও পুরুষ দল ৩৯ টি।  

মাট আটটি গ্রুপ করা হয়েছে। পুল ‘ডি’তে আছে বাংলাদেশ পুরুষ দলের সঙ্গী মিয়ানমার, ভুটান, ফিজি ও হংকং। গ্রুপ পর্বের খেলা লিগ সিস্টেমে হবে। এবং গ্রুপের সেরা দুই দল নক আউট পর্বে চলে যাবে। প্রি কোয়ার্টার ফাইনালের জয়ী ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল, জয়ী চারদল সেমিতে, জয়ী দুই দল খেলবে ফাইনাল। তারপর সেমি ফাইনালে পরাজিত দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশ্বকাপের আয়োজনের সমাপনী হবে। তিনি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বিশ্বকাপের সমাপনী ঘোষণা দিবেন।

প্রথমবারের ন্যায় বাংলাদেশে এই আসর অায়োজন করতে যাচ্ছে।  প্রতি দুই বছর অন্তর রোল বল বিশ্বকাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল রোল বল ফেডারেশন। ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক এবং পরের দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। তৃতীয়বারের মতো এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ দল। আর নারী দলের এটি দ্বিতীয়।

ভারতের পুনে শহরে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে বাংলাদেশের সেরা সাফল্য সপ্তম স্থান অর্জন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।