ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

সেই পুরোনো শত্রু, পারবে তো বাংলাদেশ?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সেই পুরোনো শত্রু, পারবে তো বাংলাদেশ? ছবি:সংগৃহীত

ঠিক দুই বছর পেছনে যেতে হবে। ২০১৫ সাল। একই টুর্নামেন্ট। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। আর একটি বাধা টপকালেই বিশ্ব দরবারে সেরা চারের ডাক উ‍ঁকি দিচ্ছিল।পথের কাঁটা ওমান। টাইব্রেকারে হেরে বাংলাদেশের সেই রঙ্গিন স্বপ্ন ধুসর করে দিয়েছিল ওমান বাহিনী।

এবারও সেই ‘শত্রু‘ ওমান। আবার সেই টুর্নামেন্ট।

এবারের মঞ্চটাও এক। তবে কী ভাগ্যের শিকেটা ছিড়বে? মিলবে কী তৃতীয় রাউন্ডে যাওয়ার টিকিট?

সেটাও সম্ভব হতে পারে মনে করছেন বাংলাদেশ হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ‘গত দুই বছর আগেও তারা হারিয়েছিল। সেবার সেমি ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। সেবার টাইব্রেকারে হেরে গিয়েছি। তবে আমরা পুরোপুরি দিতে পারলে তাদের হারাতে পারবো। ’

বিশ্ব হকি লিগে ২য় রাউন্ডের বাংলাদেশের তৃতীয় ম্যাচটি খেলবে সেই ওমানের বিপক্ষে। চলমান টুর্নামেন্টে ওমান গত ম্যাচে ফিজিকে সাতটি গোল দিয়েছে। ম্যাচটি গ্যালারিতে বসে জিমিরা পর্যবেক্ষণও করেছে। জিমি বাংলানিউজকে জানান, ‘তাদের ম্যাচটি দেখেছি। তারা দল হিসেবে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ভালো খেলতে হবে আমাদের। পাশাপাশি ভুল-ত্রুটি কম করতে হবে। ’

এর আগে ২০১৫ সালের বিশ্ব হকি লিগের রাউন্ড টুতে ওমানের কাছেই হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচ জিতলে সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু সিঙ্গাপুরে ওমান টাইব্রেকারে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় ছিল। এক পর্যায়ে ৩-২ গোলের লিডও ছিল বাংলাদেশের। পেছন থেকে উঠে এসে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায় ওমান এবং জিতে তারা উঠে যায় সেমিফাইনালে।

জিমি হারের ক্ষতটা আরও একটু পুরোনো। সেই ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমসে একই প্রতিপক্ষের কাছে হেরে অষ্টম স্থান নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। ওমানের কাছে হেরেছিল ৫-৬ গোলে।

শুধু এটাই নয়, ২০১৩ সালে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। তার পরের বছরেই এশিয়ান গেমসেও এই ওমানই বাংলাদেশকে ব্যর্থ হিসেবে ফেরত পাঠিয়েছে, দিয়েছে ৩-২ গোলের হারের অস্বস্তি। তবে যুব পর্যায়ে ওমানের সঙ্গে জয়ের স্বাদ আছে বাংলাদেশ যুব হকি দলের।

র‌্যাংকিংয়ে একেবারে গা ঘেষাঘেষি করে অবস্থান করছে ওমান ও বাংলাদেশ। হকি ফেডারেশনের সর্বোচ্চ সংস্থা এফআইএইচের সবশেষ তালিকায় ৩০৭ পয়েন্ট নিয়ে ৩১ তম ওমান। ঠিক সাত পয়েন্ট কম নিয়ে ওমানের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বাংলাদেশ। জিমিদের অবস্থান ৩২।

চলমান বিশ্ব হকি লিগে প্রথম ম্যাচে ফিজিকে বিশাল ব্যবধানে হারলেও মালয়েশিয়ার কাছে উল্টো বিশাল ব্যবধানে হেরেছে ওমান। নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৬-১ হারায় মালয়েশিয়া। যেখানে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়া করেছে মাত্র তিনটি গোল।  

এটাকি একটু হলেও আশা জোগাবে না এমন প্রশ্নের জবাবে জিমি জানান, অবশ্যই আমরা ওমানকে শ্রদ্ধা করেই খেলছি। তবে আমাদের প্রচুর গোলের সুযোগ তৈরি করতে হবে। কোচ সেই নির্দেশনাই দিচ্ছেন। ’

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে ফিজিকে উড়িয়ে দিয়েছিল। এই ম্যাচের মধ্যদিয়ে বিশ্ব হকি লিগে প্রথম জয় তুলে নেয় জিমি-চয়নরা। নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল স্বাগতিকরা।

আগামীকাল মঙ্গলবারে নিজেদের তৃতীয় ও সবশেষ ম্যাচ খেলতে ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । তৃতীয় রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই জিমি-চয়নদের।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।