ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অঞ্জলির স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অঞ্জলির স্বর্ণ জয় ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৭।

সোমবার (৬ মার্চ) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মহিলা সেভার একক ক্যাটাগোরিতে স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশ আনসার দলের অঞ্জলি গোস্বামী।

এছাড়া, রৌপ্য পান বাংলাদেশ নৌবাহিনীর ফাতেমা আক্তার।

যৌথ্যভাবে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশ আনসার দলের ফারজানা ইয়াসমিন নিপা ও বাংলাদেশ নৌবাহিনীর কায়ফা বেগম।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ক্লাব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা অংশ নিয়েছে। সাতটি দল থেকে ছেলে ও মেয়ে সবমিলে মোট দুইশত খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পাঁচ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ)।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।