ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

প্রথমবারের মতো জাতীয় মহিলা বেসবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
প্রথমবারের মতো জাতীয় মহিলা বেসবল ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ-২০১৭’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা ১২ মার্চ ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে, চলবে ১৪ মার্চ পর্যন্ত।

এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সোমবার (০৬ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।

এক বক্তব্যে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা পাইওনিয়ার হওয়ার চেষ্টা করি। প্রথমবারের মতো জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছি। এরপরের আসরে আমরা যদি নাও থাকতে পারি তবুও বলতে পারব যে জাতীয় মহিলা বেসবলের শুরুটা করেছিলাম আমরা ওয়ালটন পরিবার। ইদানিং আমরা সব ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উৎসাহিত করার চেষ্টা করি। ওয়ালটন প্রথম জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতাও এর ব্যতিক্রম হবে না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। আশা করছি ক্রিকেটের মতো এক সময় বেসবলও বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করবে। আসলে প্রতিটি খেলাই প্রথমদিকে নতুন থাকে। নিয়মিত চলতে থাকলে এক সময় জনপ্রিয়তা পায় আর থেমে গেলে হারিয়ে যায়। আশা করব আমাদের মতো অন্যান্য করপোরেট হাউজগুলোও নতুন এই ধরনের খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসবে। আমি আসন্ন এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। ’

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘বেসবলের মতো একটি নতুন খেলাকে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ চলতি বছর আমরা জাতীয় দল গঠন করতে পারব এবং বিদেশে দল পাঠাতে সক্ষম হব। ’

সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপে দুই গ্রুপে আটটি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ভিকারুন্নেছা-নুন স্কুল এন্ড কলেজ ও সোলায়মান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, ইডেন মহিলা কলেজ, সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা কমার্স কলেজ।

নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সবগুলো দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।