ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ব্যর্থতার পেছনে প্রস্তুতির অভাব দেখছেন কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ব্যর্থতার পেছনে প্রস্তুতির অভাব দেখছেন কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে বিশাল ব্যবধানে হেরে সেরা চারে যেতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আর এ ব্যর্থতার পেছনে খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতি আছে বলে মনে করছেন জাতীয় দলের জার্মান কোচ অলিভার কার্টজ।

বৃহস্পতিবার (৯ মার্চ) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৫-১ গোলে হারে জিমি-চয়নরা। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ গণমাধ্যমকে জানান, 'খেলোয়াড়রা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি।

প্রস্তুতি ম্যাচ দেশের বাইরে হওয়ার কথা ছিল। ভালো ভালো দলের সঙ্গে প্রস্তুতিম্যাচ খেলার কথা ছিল। সেগুলো না হওয়ায় প্রস্তুতির মধ্যে ঘাটতি ছিল। সেটা ম্যাচে প্রভাব ফেলেছে। '

হারের পেছনে ম্যান মার্কিং ও সমন্বয়হীনতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘পুরো ম্যাচে বল রিসিভ থেকে শুরু করে, ম্যান মার্কিং, বল প্রেসিং, প্লেসিং অনেক কিছুই ঠিকমতো করতে পারেনি তারা। অনেক ভুল করেছে। '

এছাড়াও গোল স্কোরিংয়ে জিমি-চয়নদের ব্যর্থতাকে কারণ জানিয়ে তিনি বলেন, মোট চারটা পেনাল্টি কর্নার পেয়েছি আমরা। কিন্তু একটাও কাজে লাগাতে পারিনি। অন্যদিকে গোলবারের সামনেও দু’তিনটা গোল মিস করে বসেছি। সহজ সুযোগ নষ্ট করেছি। এগুলো কাজে লাগাতে পারলে দৃশ্যটা এমন নাও হতে পারতো। '

বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার পেছনে দলের সেরা খেলোয়াড় মিমো ও নিলয়ের অনুপস্থিতি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে কার্টজ জানান, ‘ওদের মধ্যে শৃঙ্খলাজনিত অভিযোগ আছে। তারপরেও তাদের দলে আসতে অনুরোধ করেছি কিন্তু তারা আসতে চাননি। তারা থাকলে দল একটু ভালো হতো। তবে পুরো ব্যাপারটা ফেডারেশনের উপর নির্ভর করছে। '

এর আগে গ্রুপ ম্যাচে মাত্র একটি জয় ছাড়া বাকী তিনটি ম্যাচই হেরেছে জিমি-চয়নরা। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। ৫-১ গোলে হেরে বিশ্ব হকি লিগের সেমি ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

অবশ্য এখনও চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম নির্ধারণী ম্যাচ বাকী আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে শনিবার। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে ঘানার বিপক্ষে খেলবে জিমিরা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।