ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কোর্টে গড়ালো মিডিয়া কাপ ব্যাডমিন্টন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
কোর্টে গড়ালো মিডিয়া কাপ ব্যাডমিন্টন কোর্টে গড়ালো মিডিয়া কাপ ব্যাডমিন্টন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭’। তৃতীয়বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (০৯ মার্চ) পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল-বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মো: গোলাম আজিজ জিলানি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ক্রীড়ামোদী সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া ও বিনোদন অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনকালে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘এক সাথে এতসংখ্যক সংবাদকর্মীদের ব্যাডমিন্টনের কোর্টে দেখে নিজেকে অনেক বেশি তরুণ মনে হচ্ছে। এ ধরনের আয়োজন অবশ্যই ক্রীড়াজগতে মহতী ভূমিকা পালন করবে। পাশপাশি, তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজন বারবার হওয়া উচিৎ। ’ 

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, ‘খেলাধুলাকে যত বেশি জনপ্রিয় করা যাবে তত বেশি সুন্দর হবে বাংলাদেশ। ’ ক্রীড়াখাতের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার জন্য অন্যান্য কর্পোরেট হাউসগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।  

ওয়ালটন এলইডি টিভি মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭’তে দেশের গণমাধ্যমের প্রথম সারির ২৩টি প্রতিষ্ঠানের সংবাদ কর্মীরা অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় মেনস সিঙ্গেলস ও মেনস ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো।  

প্রথম দিন ১৮টি প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা এসব ম্যাচে অংশ নেন। প্রথম দিনের বিজয়ীরা দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য কোর্টে নামবেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।