ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা ক্রীড়া সংস্থার আযোজনে কাবাডি (পুরুষ) খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্তি পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ওসি মশিউর রহমান, আহবায়ক মাসুদ রানা প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রাণীশনকৈল ও হরিপুর কাবাডি দল। ম্যাচে রানীশনকৈল দল জয়লাভ করে।

প্রতিযোগিতায় ৫টি দল অংশগ্রহণ করেছে বলে আয়োজক কমিটি জানায়। ৩ দিন চলবে এবারের আসরটি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।