ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলবাড়িয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ময়মনসিংহে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলবাড়িয়া বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফুলবাড়িয়া। 

সোমবার (১৩ মার্চ) রাতে নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত ফাইনালে ফুলবাড়িয়া উপজেলা দল ৩৯-১৮ পয়েন্টে ফুলপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  

পরে রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।