ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

হবিগঞ্জে কাবাডিতে বানিয়াচং ও নবীগঞ্জের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
হবিগঞ্জে কাবাডিতে বানিয়াচং ও নবীগঞ্জের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা।

বুধবার (১৫ মার্চ) বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় বানিয়াচং উপজেলা ৭৭-৩৫ পয়েন্টে আজমিরীগঞ্জ উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নবীগঞ্জ উপজেলা ৬৭-৩৫ পয়েন্টে বাহুবল উপজেলাকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, নুরুল ইসলাম ও লিটন মিয়া।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৩টায় দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একটিতে অংশগ্রহণ করবে হবিগঞ্জ সদর উপজেলা বনাম নবীগঞ্জ উপজেলা। অপর সেমিফাইনালে লড়বে চুনারুঘাট উপজেলা বনাম বানিয়াচং উপজেলা।

বুধবারের ম্যাচগুলোতে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান সামছ। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।