ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে এক প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে কাজীপুর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কাজীপুর কোম্পানী সদর এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলায় ৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ এর মিরপুর সেক্টর একাদশ ও ৩৯ বিএসএফ ক্যাম্প একাদশ এ খেলায় অংশ নেয়। ৩-২ গেমে ভারতীয় বিএসএফ ভলিবল একাদশকে হারিয়ে বিজিবি চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি ছিলেন মিরপুর সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম।

এসময় ভারতীয় ৩৯ বিএসএফ এর নদীয়া জেলার রওশনবাগ বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্ট এসকে শাহা, ডেপুটি কমান্ড্যান্ট আরজে শর্মা, অ্যাসিস্টেন্ট কমান্ড্যান্ট জেপি শর্মা ও ইনেসপেক্টর বিপি সিং উপস্থিত ছিলেন।

পরে ভারতীয় ভলিবল দলের অধিনায়ক অ্যাসিস্টেন্ট কমান্ড্যান্ট জি ডি পুন্দিরের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন মিরপুর সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান। বিজয়ী দল বর্ডারগার্ড একাদশের অধিনায়ক নায়েক সুবেদার তরিকুল ইসলামের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ৩৯ বিএসএফ এর কমান্ড্যান্ট এসকে শাহা।

প্রধান অতিথি কর্নেল মাহবুবুর রহমান জানান, খেলাধুলা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সোহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি করবে।

পরে উভয় দেশের সীমান্তরক্ষী কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দদের হাতে উভয় দেশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও পুরস্কার তুলে দেয়া হয়। এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিশু দর্শকরা মাঠে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।