ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ঢাকা সফরে কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ঢাকা সফরে কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান

কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভারত সিং চৌহান ঢাকা সফরে আসছেন। চারদিনের সফরে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় তিনি ঢাকা এসে পৌঁছাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়।

ভারত সিং চৌহান এশিয়ান দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত। এছাড়া, তিনি বিশ্ব দাবা সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর ও অল ইন্ডিয়ান দাবা ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্ল্যা, গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান পলাশসহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।