ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ/ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় শেষ হলো চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭।
শনিবার (১ এপ্রিল) বিকেলে সাভার গলফ ক্লাবের হলরুমে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শেষ হয়।

টুর্নামেন্টে সুপার সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী। তার অনুপস্থিতিতে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) পুরস্কারটি গ্রহণ করেন।



এছাড়াও জুনিয়র উইনার হয়েছেন মাস্টার রাফিদ তাহমিদ ইসলাম, লেডিস উইনার সাহেলা সুলতানা, সিনিয়র উইনার মোতাক্কেল বিল্লাহ, এসএম নুরুল আলম রেজভী, ভ্যাটার্ন উইনার কামাল উদ্দিন আহমেদ, উইনার মেজর আ ন ম আব্দুল আহাদ (অব.)।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাভার  সেনানিবাসের স্টেশন কমান্ডার ও সাভার গলফ ক্লাবের উন্নয়ন কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল এবি এম সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) একেএম মোজাহিদ উদ্দিন, অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।