ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হ্যান্ডবলের ফাইনাল সোমবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
হ্যান্ডবলের ফাইনাল সোমবার ছবি: সংগৃহীত

২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে উঠেছে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ও সানিডেল স্কুল। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এবং স্কলাস্টিকা স্কুল।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে এ দুটি ফাইনাল সোমবার (০৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে।
 
বালক বিভাগের সেমিফাইনালে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ২৫-০৮ গোলে বি আই এস সি দলকে পরাজিত করে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০৪ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে তাহসিন ৮টি ও তানভির ৬টি এবং বিজিত দলের পক্ষে আহনাফ ৫টি গোল করেন।
 
এদিকে, সানিডেল ২৭-২১ গোলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-১০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে ইরফান ও বিজয় ৭টি করে এবং বিজিত দলের পক্ষে ফাহিম ও রিজন ৫টি গোল করেন।

বালিকা বিভাগের এর ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ১০.০০ টায়। সেখানে লড়বে শহীদ আনোয়ার গার্লস কলেজ বনাম শহীদ নবী উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের এর ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে একই দিনে সকাল ১১.০০ টায়। মুখোমুখি হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বনাম বি আই এস সি।

সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।