ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামছে বীচ ভলিবলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
পর্দা নামছে বীচ ভলিবলের ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সোমবার (০৩ এপ্রিল) ‘আইএফআইসি ব্যাংক ৮ম জাতীয় বীচ ভলিবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) ২০১৭’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেল ৪টায় সুগন্ধা পয়েন্টে দুই বিভাগে ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
৪ দিন ব্যাপী এই আসরটি ৩১ মার্চ ৯টি পুরুষ দল ও ১০টি মহিলা দলের অংশগ্রহণে শুরু হয়।

প্রথম পর্বে দুই দিনে মোট ১২টি খেলা শেষে আসরের তৃতীয় দিনে দুই বিভাগে চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম সেমিফাইনালে গত আসরের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২-০ সেটে বাংলাদেশ পুলিশ বাহিনীকে হারিয়ে ফাইনালে টিকিট হাতে নিয়েছে।

অপরদিকে মহিলাদের প্রথম সেমিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২-০ সেটে নবজাগরণীকে হারিয়ে ফাইনালে উঠেছে।

দ্বিতীয় সেমিতে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ বাহিনী ২-০ সেটে বাংলাদেশ জেল দলকে হারিয়ে ফাইনালে এসেছে। আর মহিলা বিভাগে আনসার ও ভিডিপি ২-১ সেটে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালের আগে আগামীকাল সকাল সাড়ে ৮টায় ৩য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মহিলা বিভাগে নবজাগরণী ও চট্টগ্রাম মোহামেডান এবং পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও বাংলাদেশ পুলিশ দল।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।