ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আন্তঃবিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আন্তঃবিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী আন্তঃবিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সোমবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতা। এতে রেলওয়ে  রাজশাহী বিভাগীয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রাজশাহী রেলওয়ে বিভাগীয় দল স্বাগতিক  রেলওয়ে  সৈয়দপুর বিভাগীয় দলকে ২-০ সেটে পরাজিত করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো: ইফতিখার হোসেন।   বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা সভাপতি ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ট্রফি বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লুএম) প্রকৌশলী মো: আমিনুল হাসান, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্নস্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, সাংবদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় এ আন্তঃবিভাগীয় লীগ ভলিবল প্রতিযোগিতায় রেলওয়ের স্বাগতিক সৈয়দপুর, রাজশাহী, পাকশী ও লালমনিরহাট বিভাগীয় দল অংশ অংশ নেয়।

ভলিবল প্রতিযেগিতার সবগুলো খেলা পরিচালনা করেন রেফারী মো: মোরশেদ-উল- আলম। খেলার ধারাভাষ্যকার  ছিলেন দিনাজপুরের পার্বতীপুরের মো: খোরশেদ রায়হান। প্রতিযোগিতার প্রতিটি খেলা রেলওয়ে শহর সৈয়দপুরের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।