ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ভারতের আন্তর্জাতিক মাস্টারের বিপক্ষে ফাহাদের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ভারতের আন্তর্জাতিক মাস্টারের বিপক্ষে ফাহাদের ড্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ১৯তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খেলছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।

অষ্টম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার ফাহাদ রহমান ৮ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন।

এই টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার তানিয়া শাচদেবের সাথে ড্র করেন ফাহাদা।

ফাহাদ কালো ঘুঁটি নিয়ে খেলে ভারতীয় শীর্ষস্থানীয় মহিলা খেলোয়াড় আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার খেতাব প্রাপ্ত তানিয়ার সাথে ড্র করেন।

অষ্টম রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ১০৯তম স্থানে আছেন ফাহাদ। নবম রাউন্ডে ফাহাদ খেলবেন ভারতের ক্যান্ডিডেট মাস্টার রাহিল মাল্লিকের সঙ্গে।

৪২ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ৩৩ জন ইন্টারন্যাশনাল মাস্টারসহ ৪২টি দেশের ২১৪ জন দাবাড়ু দুবাই ওপেনের ১৯তম আসরে খেলছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।