ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চলতি মাসেই জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
চলতি মাসেই জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো চলতি মাসেই জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭’। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৫-২৭ এপ্রিল। ঢাকা শহরের ২২টির মতো স্কুল ও কলেজ এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

তিনি জানান, ‘চলতি মাসে অনুষ্ঠিত হবে ওয়ালটন জাতীয় স্কুল কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা। আশা করছি ২২টির মতো স্কুল ও কলেজ এই প্রতিযোগিতায় অংশ নেবে। আসলে অধিকাংশ স্কুল-কলেজে এখন পরীক্ষার সময়। সে কারণে সংখ্যাটা একটু কম। জুনিয়র, বালক ও বালিকা ক্যাটাগোরিতে ১৬টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘তায়কোয়ানডো ফেডারেশনের সঙ্গে কাজ করতে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ দিকে ওয়ালটন প্রথম জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তায়কোয়ানডো কেবল একটি খেলা নয়,  এটি তরুণদের বিভ্রান্তির পথ থেকে সুশৃঙ্খল এবং সুস্থ জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। এই খেলার মধ্যদিয়ে স্কুল-কলেজগামী ছেলে-মেয়েরা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। তারা আত্মরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে পারে। আত্মরক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে তায়কোয়ানডোতে তরুণদের উৎসাহিত করা প্রয়োজন বলে আমরা মনে করি। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।