ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

খাগড়াছড়িতে আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
খাগড়াছড়িতে আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা  খাগড়াছড়িতে আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। 

সোমবার (১৭ এপ্রিল) খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।

বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 
এসময় ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান, ৩ বিজিবি’র অধিনায়ক  কর্নেল রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি’র চট্টগ্রাম রিজিয়নের ২০টি ব্যাটালিয়নের ৪১৬ প্রতিযোগী এ কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।