ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

‘খেলাধুলার উন্নয়নে সিলেটে আরও দু’টি স্টেডিয়াম প্রয়োজন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
‘খেলাধুলার উন্নয়নে সিলেটে আরও দু’টি স্টেডিয়াম প্রয়োজন’

সিলেট: সিলেটে খেলাধুলার উন্নয়নে আরও দু’টি স্টেডিয়াম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেল। 

তিনি বলেন, সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে বড় ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটের ক্ষেত্রে সিলেট জেলা স্টেডিয়ামকে ব্যবহার করতে হয়।

এতে করে ফুটবল বাধাগ্রস্ত হয়। গ্যালারি সম্বলিত না হলেও খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য দু’টি স্টেডিয়াম করা আবশ্যক।  

সোমবার (১৭ এপ্রিল) সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।  

শফিউল আলম নাদেল বলেন, সিলেট স্টেডিয়াম রক্ষণাবেক্ষণে বার্ষিক খরচ হিসেবে বিসিবি’র দেওয়া ৪ লাখ ২৯ হাজার টাকা অপ্রতুল। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন, বয়সভিত্তিক ক্রিকেট খেলা পরিচালনা, খেলোয়াড়দের জন্য পোশাক-পরিচ্ছদ ও খেলার সরঞ্জাম কিনে দেওয়া এ টাকায় হয় না। খেলা চালিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্পন্সররা।  

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের খেলোয়াড়রা এখন সরাসরি আন্তর্জাতিক ম্যাচ দেখে নিজেদের শানিত করার সুযোগ পেয়েছেন।  

এবার বিপিএল-এ সিলেটের মালিকানায় টিম হবে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর জানানো হবে, বলেন শফিউল আলম নাদেল।  

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সহ সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল,  কার্যনির্বাহী মারিয়ান চৌধুরী মাম্মী, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সৈয়দ তকরিমুল হাদী কাবী, সুমাত নুরী চৌধুরী জুয়েল, মো. সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সভাপতি, ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।