ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জবিতে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
জবিতে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শরীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘স্বাধীনতা দিবস জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০১৭’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিজয়ীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপাচার্য প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ ও রানার্স আপ উদ্ভিদবিদ্যা বিভাগের মাঝে ট্রফি এবং ক্রেস্ট বিতরণ করেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল জাবিরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল জাবির বক্তব্য রাখেন।

গত ১৪ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রথম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা সামাজিকবিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ২০টি বিভাগ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ডিআর/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।