ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
গোপালগঞ্জে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা গোপালগঞ্জে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সুইমিং পুল ও জিমনেসিয়াম কমপ্লেক্সে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাঈফ। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় সাঁতারের চারটি ইভেন্টে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। ৫০ মিটার ফ্রি স্টাইল এবং ৫০ মিটার চিৎ সাঁতারে প্রথম হয়েছেন যোবায়ের মোল্যা, ৫০ মিটার বুক সাঁতার ও ৫০ মিটার বাটার ফ্লাইতে প্রথম হয়েছেন রমিম ফকির।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাঁতার ফেডারেশনের সভাপতি মো. রাসেল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফকরুল হাসান ভিকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনি, মো. জেহাদ খান, ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক জাহেদ মোহাম্মদ বাপ্পী ও টেবিল টেনিস উপ কমিটির আহ্বায়ক চৌধুরী আশিকুল আলম শিমুল প্রমুখ।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।