ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ভোলায় স্কুল ভলিবল ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২, ২০১৭
ভোলায় স্কুল ভলিবল ফাইনাল অনুষ্ঠিত ভোলায় স্কুল ভলিবল ফাইনাল অনুষ্ঠিত

ভোলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কাপ ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালকদের মধ্যে চরইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মেয়েদের ইভেন্টে ওবায়েদুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২ মে) শহরের গজনবী স্টেডিয়াম মাঠে শিরোপা নির্ধারণী দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ টুর্নামেন্ট আয়োজন করে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার পারভিন আক্তার।

এতে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল ও ব্যাবস্থাপক মোঃ আলমগীর হোসেন।

খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফয়ছেল, পবিত্র কুমার মজুমদার ও মোঃ শাহাবুদ্দিন শাবু। জেইউএস কাপ ভলিবল প্রতিযোগিতায় জেলা সদরের মাধ্যমিক পর্যায়ের বালক ও বালিকা বিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।