ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

৪৬ দাবাড়ুর পূর্ণ পয়েন্ট অর্জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৪, ২০১৭
৪৬ দাবাড়ুর পূর্ণ পয়েন্ট অর্জন ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৭তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও বালিকা বিভাগের খেলা বৃহস্পতিবার (৪ মে) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও ইভেন্টের প্রধান বিচারক হারুন অর রশিদ।

ঢাকা শহর এবং ২৭টি জেলা হতে আগত ওপেন বিভাগে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, জাতীয় খেলোয়াড় ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, সুব্রত বিশ্বাস, অনতা চৌধুরী, মোঃ নাঈম হক, আকিব জাওয়াদ, তাহসিন তাজওয়ার জিয়া ও সর্নোভা চৌধুরীসহ ৬৪ জন খেলোয়াড় এবং বালিকা বিভাগে প্রতিভা তালুকদার, ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী, তানজিনা আক্তার তানি, ঝর্না, সাব-জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম ও আহমেদ ওয়ালিজাসহ ২৯জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

প্রথম রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে ৩১ জন খেলোয়াড় এবং বালিকা বিভাগে ১৫জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। উভয় চ্যাম্পিয়নশিপের খেলা ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।