ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্রায় ২০০ খেলোয়াড় নিয়ে স্বাধীনতা দিবস টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ৬, ২০১৭
প্রায় ২০০ খেলোয়াড় নিয়ে স্বাধীনতা দিবস টেনিস ছবি: সংগৃহীত

বহুদিন পর টেনিস ফেডারেশনে কোনো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ঝিমিয়ে পড়া ফেডারেশন জেগে উঠছে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা দিয়ে। সোমবার (০৮ মে) থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০১৭। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে এই আয়োজন শুরু হচ্ছে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সুইস কোয়ালিটি পেপার লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্ন ইভেন্টের প্রায় দুই শতাধিক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।

প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (০৬ মে) এক সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুইস কোয়ালিটি পেপার (বাংলাদেশ) লি: এর ডেপুটি জেনারেল ম্যানেজার এ এফ এম জহিরুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, টুর্নামেন্ট ডিরেক্টর ও বিটিএফ সহ-সভাপতি জনাব এ এস এম হায়দার, টুর্নামেন্ট রেফারী আহমেদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টরা।  

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বিকেএসপি, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স-রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার-ঢাকা, ঢাকা ক্লাব লি:, উত্তরা ক্লাব লি:, গুলশান ক্লাব লি:, অফিসার্স ক্লাব-ঢাকা, গুশলান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাই কমিশন ক্লাব, নেভী ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব।  

প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মহিলা একক ইভেন্টে নগদ প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতিযোগিতায় বালক/বালিকা একক ১৮ বছর, বালক/বালিকা অনূর্ধ্ব ১৪ বছর, অনূর্ধ্ব ১২ বছর এবং মিনি টেনিস (অনূর্ধ্ব ১০ বছর, অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ৬ বছর বালক/বালিকা) ইভেন্ট অন্তর্ভূক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৬ মে ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।