ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

মঙ্গলবার থেকে গ্রামীণ ক্রীড়া উৎসব শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
মঙ্গলবার থেকে গ্রামীণ ক্রীড়া উৎসব শুরু ছবি: সংগৃহীত

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় মঙ্গলবার (০৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন গ্রামীণ ক্রীড়া উৎসব-২০১৭।’ দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।

এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সোমবার (০৮ মে) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর ( হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ ও পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক মো. শামছুল আলমসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের জনপ্রিয় হাডুডু ও হারিয়ে যেতে বসা লাঠি খেলায় পাবনার আটঘরিয়া উপজেলার লোকজন অংশ নেবে।

দুইটি ডিসিপ্লিনে ৩০ জনকে পুরস্কৃত করা হবে। ফুটবল খেলার মতো হাডুডু খেলাও গ্রামাঞ্চলে এখনো খুবই জনপ্রিয়। কিন্তু লাঠি খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি ধরে রাখার জন্যই দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে প্রতি বছর লাঠি খেলার আয়োজন করা হচ্ছে।

পরবর্তী প্রজন্মের কাছে লাঠি খেলা পরিচিত করে রাখার জন্য এই আয়োজনের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।