ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

হ্যাটট্রিকময় দিন হকিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
হ্যাটট্রিকময় দিন হকিতে ছবি:সংগৃহীত

দিনভর গোল বন্যার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে ৩১তম জাতীয় হকি গোল্ড কাপের গ্রুপ পর্যায়ের খেলা। বাংলাদেশ পুলিশ, কুমিল্লা ও বিকেএসপি পেয়েছে বড় জয়।

বুধবার (১০ মে) গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  

প্রথম ম্যাচে শরিয়তপুর জেলাকে গোল বন্যায় ভাসিয়ে বিশাল জয় তুলে নিয়েছে কুমিল্লা।

১৪-১ ব্যবধানের এই জয়ে আসিফুল আলম করেছেন ডাবল হ্যাটট্রিক। কুমিল্লার হয়ে জাবেদ ৩ গোল, সাহেদ, রোকন দুটি করে ও তোফায়েল করেছেন একটি গোল।

দিনের দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা দেখেছে হকি। নাটোরের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বিকেএসপি। ১৩-০ গোলের ব্যবধানের এই ম্যাচে সোহান, সারোয়ার, আরশাদ ও মহিসন করেছেন দুটি করে গোল, এছাড়া সজিব, রাজু, খলিল, রাজিব ও নাসির করেছেন একটি করে গোল।

দিনের তৃতীয় দিনের সবচেয়ে বড় জয়টি এসেছে পুলিশের কাছ থেকে। ফেনীকে ১৮-০ গোলের বন্যায় ভাসিয়েছে পুলিশ। জিয়াউর রহমানের হ্যাটট্রিকের এই ম্যাচে মাহফুজ ও সোহেল ৫ টি করে গোল দিয়েছেন, রাশেদ তিনটি ও আমস্ট্রং ২ টি।

দিনের সবশেষ ও চতুর্থ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে জয় তুলে নিয়েছে জয়পুরহাট। ৫-০ গোলের ব্যবধানে জিতেছে তারা।

আগামীকাল বৃহস্পতিবার ফেনীর বিপক্ষে মাঠে নামবে শরিয়তপুর, নাটোরের বিপক্ষে চট্টগ্রাম, বিকেএসপির বিপক্ষে জয়পুরহাট ও পুলিশের বিপক্ষে কুমিল্লা।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১০ মে, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।