ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন চঞ্চল কুমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ১১, ২০১৭
অপরাজিত চ্যাম্পিয়ন চঞ্চল কুমার ছবি: সংগৃহীত

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘ঢাকা স্কুল উন্মুক্ত রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৭’ তে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাত রাউন্ডে ৬.৫ পয়েন্ট লাভ করে চঞ্চল কুমার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সমান খেলায় ৬ পয়েন্ট লাভ করে রানারআপ হন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধিনায়ক ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন। ৫.৫ পয়েন্ট অর্জন করে টাইব্রেকিং এ তৃতীয় থেকে ষষ্ঠ হন যথাক্রমে ময়মনসিংহের মো: জামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী এবং উতেন।

অনূর্ধ্ব-১৬ প্রতিযোগীদের মধ্যে সেরা হন হুমায়রা তাহসিন। সেরা মহিলা এবং সেরা নন-রেটেড পুরস্কার পান যথাক্রমে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির তাসনিয়া তারান্নুম অর্পা এবং আব্দুর রহীম মিয়া। পঞ্চাশোর্ধ্ব দাবাড়ুদের মধ্যে সেরা হন মো: আনোয়ার হোসেন দুলাল।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো: মনির হোসেন, ইন্ডেন্টিং এসোসিয়েশন বাংলাদেশের পরিচালক লায়ন মো: মনির হোসেন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের উপদেষ্টা কবি আনোয়ার মজিদ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি, অধ্যাপক মোস্তাফিজুর রহমান চৌধুরী, ঢাকা স্কুলের চেয়ারম্যান গোলাম হাফিজুল হক এবং চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের দফতর সম্পাদক মো: রাহী মাসুম।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামস উদ দোহা। অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুইজন ফিদে মাস্টার এবং তিনজন ক্যান্ডিডেট মাস্টার সহ সারাদেশ থেকে মোট ৭৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।