ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সেমিতে ঢাকা ও নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সেমিতে ঢাকা ও নৌবাহিনী ছবি: সংগৃহীত

৩১তম জাতীয় হকি গোল্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (১৩ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।  

প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় তুলে নেয় ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকার হয়ে একটি করে গোল করেছেন প্রমোদ, শাওন ও পরিমল, দুটি গোর করেছেন দেবাশীষ। পুলিশের সান্ত্বনার গোলটি করেন মাহফুজুর।

দ্বিতীয় কোয়ার্টারে শক্তিশালী নৌবাহিনী জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ বিমান বাহিনীকে ৫-১ গোলের ব্যবধানে হারায় নৌবাহিনী। কৃষ্ণ কুমারের দুই গোল ও জিমি, দ্বীন ইসলাম ইমন ও রোমান সরকার একটি করে গোল করেছেন। বিমান বাহিনীর একমাত্র গোলটি এসেছে আশিকের কাছ থেকে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা ১৩ মে ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।