ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মাঠে গড়াচ্ছে নারীদের জাতীয় ক্রিকেট লিগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মাঠে গড়াচ্ছে নারীদের জাতীয় ক্রিকেট লিগ জাতীয় ক্রিকেট লিগ দিয়ে খেলায় ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অবশেষে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে খেলায় ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ৮টি বিভাগের নারী ক্রিকেটারদের অংশগ্রহণে মঙ্গলবার (১৬ মে) থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে অষ্টম জাতীয় নারী ক্রিকেট লিগ।

উদ্বোধনী ম্যাচের একটিতে বগুড়ায় রাজশাহী বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। অপর ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে ময়মনসিংহ বিভাগ।

দুই ভেন্যুতেই ওয়ানডে ফরম্যাটের ম্যাচ দু’টি শুরু হবে সকাল ৯টায়।

সোমবার (১৫ মে) টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় লিগে অংশ নেয়া ময়মনসিংহ বিভাগের অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। জাতীয় দলের সতীর্থ রিতু মনিকে একই দলে পাচ্ছেন তিনি।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ থাকছেন খুলনার নেতৃত্বে। জাতীয় দল থেকে তার সঙ্গে আছেন আয়শা রহমান শুকতারা।

ঢাকা বিভাগকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক সালমা খাতুন। সতীর্থ হিসেবে জাতীয় দল থেকে  পাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা ও শারমিন সুলতানাকে।

রাজশাহীর নেতৃত্বভার স্পিনার খাদিজাতুল কুবরার কাঁধে। জাতীয় দলের সতীর্থ পান্না ঘোষ ও লতা মন্ডলকে দলে পাচ্ছেন খাদিজা।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক জাহানারা আলম নেতৃত্ব দেবেন সিলেট বিভাগকে। সিলেটে তার সাথে আছেন ন্যাশনাল টিমের দুই ক্রিকেটার শায়লা শারমিন ও জান্নাতুল ফেরদৌস সুমনা।

আর চট্টগ্রাম বিভাগের নেতৃত্বে ফাহিমা খাতুন। জাতীয় দলের আয়শা আক্তার ও উদীয়মান পেসার সুরাইয়া আজমিন ছন্দা তার দলের হয়ে খেলবেন।

ওপেনার ফারজানা হক পিংকি অধিনায়কত্ব করবেন বরিশাল বিভাগের। জাতীয় দল থেকে তার সাথে আছেন নাহিদা আক্তার ও পূজা চক্রবর্তী। এদিকে রংপুরের হাল ধরেছেন সানজিদা ইসলাম। উইকেটরক্ষক হিসেবে আছেন জাতীয় দলে খেলা নুজহাত তাজিয়া।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।