ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জাতীয় হকির সেমিফাইনাল বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জাতীয় হকির সেমিফাইনাল বুধবার জাতীয় হকি লিগ/ছবি: সংগৃহীত

নৌবাহিনী, সেনাবাহিনী, ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সোমবার (১৫ মে) চূড়ান্ত হয়েছে লাইনআপ। কোয়ার্টার ফাইনালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নৌবাহিনী ৩-০ গোলে সেনাবাহিনীকে হারিয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি, ফরহাদ শিতুল ও রিমন কুমার ঘোষ একটি করে গোল করেন। অন্যদিকে, ঢাকা জেলা সাডেন ডেথে ৫-৪ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।

আগামী ১৭ মে (বুধবার) প্রথম সেমিতে খেলবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন নৌবাহিনী ও ‘ক’ গ্রুপ রানার্সআপ ঢাকা শিক্ষা বোর্ড। শেষ চারের দ্বিতীয় ম্যাচে ‘খ’ গ্রুপে দ্বিতীয় হওয়া সেনাবাহিনীর মুখোমুখি হবে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা  জেলা। ১৮ মে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।