ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

২য় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
২য় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার (ঢাকা): অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে ২য় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭।
 
 

শনিবার (২০ মে) বিকেলে সাভার গলফ ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
চার দিনব্যাপী এ টুর্নামেন্টে জেন্টস ১৮ হোল, ভ্যাটার্ন, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস এবং জুনিয়র গ্রুপ ক্যাটাগরিতে অনুষ্ঠিত খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


 
পুরস্কার বিতরণ করেন স্টেশন কমান্ডার ও সাভার গলফ ক্লাবের উন্নয়ন কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাহ উদ্দিন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
 
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দুই শতাধিক গলফার।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।