ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

এফবিসিসিআই সভাপতিকে ভলিবল ফেডারেশনের শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এফবিসিসিআই সভাপতিকে ভলিবল ফেডারেশনের শুভেচ্ছা ছবি: সংগৃহীত

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হওয়ায় মো: সফিউল ইসলাম মহিউদ্দিনকে সম্প্রতি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম।

এ সময় ফেডাশেনের সিনিয়র সহ-সভাপতি এ এইচ আসলাম সানী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

গত ১৬ মে এফবিসিসিআই’র সভাকক্ষে মনোনীত ও নির্বাচিত পরিচালকরা ২০১৭-২০১৯ মেয়াদের জন্য সফিউল ইসলামকে নির্বাচিত করেন।

আগের মেয়াদে প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রতিনিধি হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।