ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

১৫৯জন দাবাড়ু নিয়ে ফিদে রেটিং প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ৩, ২০১৭
১৫৯জন দাবাড়ু নিয়ে ফিদে রেটিং প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

সাইফ গ্লোবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এসজিএস ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (০৩ জুন) হতে দাবা কক্ষে শুরু হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি আবদুর রশিদ সিকদার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ মনিরুজ্জআমান পলাশ, কার্যনির্বাহী সদস্য দেবাশীষ দে, প্রতিযোগিতার প্রধান বিচারক হারুন অর রশিদ ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ. ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার রেজাউল হক, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনসহ ১৫৯জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডের খেলা শেষে ৭৪জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন।

প্রথম রাউন্ডের খেলায় অমিত বিক্রম রায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাকে পরাজিত করেন।

প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের নগদ দেড় লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।