ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বিশ্বাস হচ্ছে না সাকিবের!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ৬, ২০১৭
বিশ্বাস হচ্ছে না সাকিবের! সাকিব আল হাসান/ফাইল ফটো

লন্ডন থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ব্যাটিং ইনিংস চলছে তখন। ৩০ ওভারের শেষ বল। অজিদের অনিয়মিত অফ স্পিনার ট্রাভিস হেডের বলটি কিছুটা এগিয়ে এসে খেললেন সাকিব। বলটি আঘাত করলো প্যাডে। আবেদন করলেন হেড। আর অমনি আম্পায়ার নাইজেল লং আঙুল উঁচু করে জানিয়ে দিলেন তিনি আউট। সাকিবও রিভিউ নিলেন। এতে খুব একটা লাভবান হলেন না। ফিরে গেলেন ব্যক্তিগত ২৯ রানে।

এখানেই কিছুটা থেমে গেলো টাইগারদের রানের চাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঙ্ক্ষিত সংগ্রহ এলো না।

শেষ পর্যন্ত বৃষ্টি ত্রাতা হয়ে না এলে হয়তো এই ম্যাচের মধ্য দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির এপিটাফ লেখা হয়ে যেত।

এমন আউট সাকিব নাকি আগে কখনও দেখেননি। আম্পায়ারের এমন সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। মাঠে তো বটেই, মাঠের বাইরে এসেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আউট হয়েছেন!

‘সাধারণত এরকম আউট দেয় না। আম্পায়ার মনে করেছে, দিয়েছে আউট। এটা তো আর কিছু বলার নেই। ’

ম্যাচ শেষে যেভাবে নির্লিপ্ত হয়ে বলছিলেন, মাঠেও কি অনুভূতি একই ছিল? নিশ্চয়ই অবাক হয়েছিলেন। গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন, ব্যাটসম্যান এগিয়ে এলে সাধারণত আউট দেন না আম্পায়ার। আমি অন্তত দেখিনি এখনও। দেখা যাক, শুরু হলো। এরকম সিদ্ধান্ত যদি ধারাবাহিকভাবে দেওয়া হয়, তাহলে ঠিক আছে।
 
আম্পায়ারের এমন সিদ্ধান্তে হতাশ সাকিব। তবে আর পেছনের কথা মনে করতে চাইছেন না। চাইছেন সামনে এগিয়ে যেতে।

‘যে কোনো আউটই হতাশার। এখন আর এটা নিয়ে কথা বলে লাভ নেই। যেটা চলে গেছে তো গেছেই। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৬ জুন ২০১৭
এইচএল/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।